পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৯তম নাট্যমেলা উৎসব রাজ্যে - Songoti

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৯তম নাট্যমেলা উৎসব রাজ্যে

Share This



নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগামী ২৬ শে নভেম্বর থেকে রাজ্যতে শুরু হতে চলেছে ১৯তম নাট্যমেলা উৎসব। কলকাতা পর্যায়ে শুরু হবে ২৭ শে নভেম্বর। মেলা চলবে ৬ই ডিসেম্বর পর্যন্ত। তবে রবীন্দ্রসদন ও শিশির মঞ্চ - এ মেলা চলবে ৩রা ডিসেম্বর পর্যন্ত। এবছর অভিনীত হবে ৩২ টি পূর্ণ দৈর্ঘ্যের নাটক, ৩৮ টি স্বল্প দৈর্ঘ্যের নাটক, ২০ টি অন্তরঙ্গ নাটক ও ১০টি পথনাটক। মুক্ত মঞ্চে হবে ৭ টি দলের মুখাভিনয়, ৬টি দলের পুতুল নাটক এবং ১১ জন 


নাট্যশিল্পীর দ্বারা পরিবেশিত হবে নাটকের গান। এছাড়াও রাজ্যের বাইরে দুটি নাট্য দল ১. ওড়িশ্যার থেকে কোরাপুট নান্দিক এবং ২. ব্যাঙ্গালোর থেকে স্মরণিক। রাজ্যের ১০ টি জেলায় মোট ৫১ টি পূর্ণ দৈর্ঘ্য ও ৬ টি স্বল্প দৈর্ঘ্য ও ৬টি অন্তরঙ্গ নাটক। এবং ৬টি স্বল্পদৈর্ঘ্যের নেপালি নাটক। নাট্যমেলার এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইটি মন্ত্রী ওরফে নাট্যকার ব্রাত্য বসু। জানা যায় ২৬ শে নভেম্বর রবীন্দ্রসদনে নাট্যমেলা উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত নাটকের ক্ষেত্রে অবদানের জন্য দীনবন্ধু পুরস্কার, গিরিশ পুরস্কার এবং শম্ভু মিত্র পুরষ্কার প্রদান করা হবে।।

No comments:

Post a Comment