সাংবাদিক সম্মেলনে লক্ষণ শেঠ - Songoti

সাংবাদিক সম্মেলনে লক্ষণ শেঠ

Share This

সৌমী সেন : প্রবীণ  রাজনীতিবিদ শ্রী  লক্ষণ শেঠ সদ্য  তাঁর  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পর এই দিন প্রেস ক্লাবে তিনি সাংবাদিক সম্মেলন করলেন। সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন তাঁর  রাজনৈতিক জীবনের নানা ইতিবৃত্ত। 


কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত লক্ষণ শেঠের সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে । তাঁর  শুরুর জীবন থেকে হলদিয়ায় রাজনৈতিক জীবনে আশা,   হলদিয়ার একচ্ছত্র আধিপত্য  করার সমস্ত ঘটনা  তিনি ভাগ করে নিলেন সাংবাদিকদের সঙ্গে।  তাঁর  রাজনৈতিক জীবনের সঙ্গে নানান ঘটনা ওতপ্রোতভাবে জড়িত। বহুল  প্রচলিত হলদিয়া উৎসব  বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন রাজনৈতিক অরাজকতার কথা। রাজনৈতিক পরিস্থিতি ভালো নেই বলেই হলদিয়া উৎসবের মত এত বড় একটি উৎসব করা হচ্ছে না বলে তিনি জানান।  শুভেন্দু অধিকারী কে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন,  শুভেন্দু অধিকারী হলদিয়ায় আসার পর থেকেই হলদিয়ার অবনতি শুরু হয়েছে। এই বয়সে এসে জীবনের দ্বিতীয় ইনিং শুরু করার কারণ জানতে চাওয়া হয় তাঁর  কাছ থেকে |   উত্তরে তিনি বলেন, " জীবনে একটা ইনিংসেই কি সবকিছু শেষ হয়ে যায় ? তাই আমি চেয়েছি এই বয়সে আমার সর্বক্ষণের সঙ্গী একজন হোক। আমি যাকে বিয়ে করেছি তিনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ এবং তিনি রাজনীতিটা খুব ভালো বোঝেন  তাই আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি" । এরপর তিনি বলেন,  এমন একটি সময় আসবে যেদিন কংগ্রেসই রাজত্ব করবে এবং কংগ্রেস সরকার গড়বে।


No comments:

Post a Comment