শহরের প্রথম ভারতের বৃহত্তম এক্সপো, আয়োজনে টিভি নাইন বাংলা - Songoti

শহরের প্রথম ভারতের বৃহত্তম এক্সপো, আয়োজনে টিভি নাইন বাংলা

Share This



কলকাতা
 সুখবর! বৃহত্তম 'লাইফস্টাইল এক্সপোআয়োজন করতে চলেছে TV9 বাংলা। এই এক্সপো আয়োজিত হচ্ছে ভারতের এক নম্বর নিউজ নেটওয়ার্কের উদ্যোগে। আগামী ২ ডিসেম্বর কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে এই এক্সপো শুরু হবে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। শহরে এমন মেগা ইভেন্ট এই প্রথম।

এই এক্সপোতে একই ছাদের তলায় মিলবে ইলেকট্রনিক্স ভোগ্যপণ্য ও যন্ত্র সামগ্রীপোশাকডিজাইনার পোশাকআসবাব ও ঘর সাজানোর জিনিসপত্রগয়নাবিউটি ও ওয়েলনেস প্রোডাক্টকসএফএমসিজি পণ্যহেল্থকেয়ারব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানরিয়েল এস্টেট ও ইনফ্রাশিক্ষা প্রতিষ্ঠানগাড়ি ও টু-হুইলার ও বাথ ফিটিংসের বিপুল সম্ভার




শহরের আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থানগুলির মধ্যে অন্যতম মিলন মেলা প্রাঙ্গণ। আধুনিক পরিকাঠামো এবং ক্রেতা-বিক্রেতাউভয়ের সুবিধার দিকেই তাকিয়ে লাইফস্টাইল এক্সপোর জন্য এই স্থানটিকে বেছে নেওয়া হয়েছে। এ ছাড়া এক্সপোতে কেনাকাটা করলে ক্রেতাদের জন্য থাকছে বড় চমক। প্রত্যেক ক্রেতাকে আকর্ষণীয় ছাড় দেবেন বিক্রেতারা

এই এক্সপোর বৈশিষ্ট্য হলকোনও চ্যানেলের উদ্যোগে এ ধরনের এক্সপো শহরে আগে কখনও হয়নি। এখানে বিভিন্ন ধরনের পণ্য-পরিষেবা বিক্রেতারা তাঁদের সম্ভার সরাসরি হাজির করার সুযোগ পাবেন। মিলনমেলা প্রাঙ্গণের নান্দনিকতা সর্বজনবিধিত। ফলে এখানে বিক্রেতারা তাঁদের পণ্য সুন্দর ভাবে প্রদর্শন করার সুযোগ পাবেন।

পাশাপাশি প্রবেশমূল্য না থাকার কারণে আসতে পারবেন বেশি সংখ্যক দর্শক। এই 'লাইফস্টাইল এক্সপোনিয়ে TV9 বাংলার বিজনেস হেড গৌতম সরকার বলেন, 'শহরে কোনও চ্যানলের উদ্যোগে এ ধরনের এক্সপো এই প্রথম হচ্ছে। কোভিড পরবর্তী সময়ে ক্রেতাদের মধ্যে নানা পণ্য ও পরিষেবার চাহিদা ঊর্ধ্বমুখী। এই সময়কে কাজে লাগিয়ে বিক্রেতা ও ক্রেতাদের এক মঞ্চে হাজির করার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে TV9 বাংলা। আয় বৃদ্ধির লক্ষ্যে বিক্রেতারা তাঁদের রকমারি পণ্য ও পরিষেবা নিয়ে সরাসরি ক্রেতাদের সামনে হাজির হতে পারবেন।'

No comments:

Post a Comment