কলকাতা: আই এন আই এফ ডি সল্টলেকের আয়োজনে সদ্য তিলোত্তমায় হয়ে গেল একটি নবীনবরণ অনুষ্ঠান। শুধু নবীনবরণ নামে হলেও এক্ষেত্রে নবীন এবং পুরাতন সকলকে একই সঙ্গে একই ছাদের তলায় দেখা গেল এই "ফেসার্স পার্টি ২০২২" শীর্ষক অনুষ্ঠানে। নাচ গান খাওয়া দাওয়া নিয়েই মেতে উঠেছিল এই আনন্দ সন্ধ্যা। এক ঝাঁক তরুণ তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটি মান আরো বাড়িয়ে দিয়েছিল।।
এইবছর পার্টির থিম ছিল "পাঙ্খ", ফলত ছাত্রছাত্রীরা নিজেদের ফর্মূলায় নিজের পাখা মেলে ধরেছিল তার বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে বলা প্রযোজ্য আই এন আই এফ ডি এই দেশের প্রথম প্ল্যাটিনাম ইনস্টিটিউট। যেখানে , ১০০ ভাগই ছাত্র-ছাত্রীদের প্লেসমেন্ট গ্যারান্টি দেন তারা। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আই এন আই এফ ডি'র বিভাগীয় প্রধান এবং ডিজাইনার জন সেনগুপ্ত এবং অন্য বিভাগীয় প্রধান শ্রীময়ী ঘোষ সহ অনেকেই।।
No comments:
Post a Comment