আজাদি কা অমৃত মহৎসোব অংশগ্রহন কল্যানী নাট্য চর্চাকেন্দ্রের - Songoti

আজাদি কা অমৃত মহৎসোব অংশগ্রহন কল্যানী নাট্য চর্চাকেন্দ্রের

Share This

কলকাতাঃ
স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষ পালিত হল দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম প্রধান উদ্যোগ ছিল "আজাদি কা অমৃত মহৎসোব"। দেশের পাহাড় থেকে সমূদ্র পর্যন্ত প্রতিটি স্থানে পতাকা উত্তোলন হয়েছে স্বাধীনতার দিন। সংস্কৃতির পীঠস্থান ভারত দেশ, তাই ভারতের সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে নাচ - গান - কবিতা -


 নাটকের আধারে ফুটিয়ে তোলা হয়েছে এই দেশকে। এর থেকে বাদ পড়েনি কল্যানির নাট্য চর্চাকেন্দ্র। ভারত স্বাধীনএর ৭৫ তম পতাকা উত্তোলনের প্রাক মুহুর্তে সঙ্গীত আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। মূলত নতুন প্রজন্মকে সুযোগ


 করে দিতেই এই উদ্যোগ।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন ময়ূক দাস, ঋক মুখার্জি, দেবাংশু মন্ডল, বর্ণালী গাঙ্গুলি, প্রীতম দাস, সঞ্জিতা মিত্র, বোধীমন দাসগুপ্ত, আত্রেয়ী কর্মকার, শাশ্বতী নাগ, অনুরাধা দাস, সহেলী সেন।।

No comments:

Post a Comment