রাজীব মুখার্জী, কলকাতাঃ কলকাতার এক রেস্তো ক্যাফেতে মুক্তি পেল আকাশ মালাকার পরিচালিত ছবি ‘প্রথম বারের প্রথম দেখা’র ট্রেলার ও মিউজিক। ছবিটিতে অভিনয় হিসেব
দেখা যাবে নতুুন জুটি ঋত্বিকা সেন ও আর্য দাশগুপ্ত-কে। এছাড়াও অভিনয় করেছেন খরাজ
মুখোপাধ্যায়,তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়,দেবরঞ্জন নাগ,প্রসূন গায়েন,পার্থসারথী চক্রবর্তী, রাজু মজুমদার, সত্যম মজুমদার প্রমুখ।ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৮ই জুলাই।
No comments:
Post a Comment