কলকাতাঃ আম - শুনলেই অনেক গুলো নাম মনে পড়ে যেমন ল্যাঙড়া, ফজলি, হিমসাগর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও আছে অনেক ধরনের আম। সেই নাম না জানা আম নিয়েই শুরু হল বাংলা আম উৎসব (Bengal Mango Festival)। প্রায় চল্লিশ রকমের আম নিয়ে গত
ফোটো সৌজন্যঃ সুফল ভট্টাচার্য |
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) শুরু হয়েছে এই উৎসব। বাংলার আট জেলা থেকে আসছে নানান স্বাদের আম। তিনদিন ধরে চলছে এই আম উৎসব। সেখান থেকে কিনতেও পারবেন সাধারণ মানুষ। শুধু আম নয়, নাম না জানা এই আমগাছের চারাও পাওয়া যাবে এখানে। উৎসবটি উদ্বোধন এ উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, ডঃ শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বোস সহ অনেকেই।।
No comments:
Post a Comment