লঞ্চ হয়ে গেল "টাকার রং কালো" ছবির ট্রেলর ও মিউজিক - Songoti

লঞ্চ হয়ে গেল "টাকার রং কালো" ছবির ট্রেলর ও মিউজিক

Share This

 


সোহম মুখার্জী, কলকাতাঃ মেসার্স প্রশান্ত সাহানা নিবেদিত, বিলাস ফাউন্ডেশন প্রযোজিত, কল্যাণ সরকারের হাস্য রসের ছবি "টাকার রং কালো" র ট্রেলর ও মিউজিক লঞ্চ হয়ে গেল বেঙ্গল লাউঞ্জে (ভি আই পি রোড) ।। ট্রেলর ও মিউজিক লঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলিরা। উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত শিল্পী কুমার সানু, সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, ছবির কাস্ট, , অমিতাভ ভট্টাচার্য, দেবাশীষ গাঙ্গুলী, ছবির পরিচালক কল্যাণ সরকার সহ আরো অনেকে। ছবির বিষয়ে পরিচালক জানালেন, "আমাদের এই ছবি সাহিত্যিক সুনীল চক্রবর্তীর প্রখ্যাত সমনামী নাটক থেকে নির্মিত। ছবির চিত্রনাট্য লিখেছেন সুনীল চক্রবর্তীর সুযোগ্য পুত্র পার্থ চক্রবর্তী। এক প্রতিপত্তিশালী


 অসাধু ব্যবসায়ীর টাকার প্রতি প্রবল লোভ, এবং সেই অর্থ চুরি হওয়াতে তার পারিপার্শ্বিক জুড়ে ঘটে যাওয়া ঘটনা আমাদের এই হাস্য রসের ছবির মূল উপজীব্য। সমাজের অনেক গভীর সত্যি এই ছবি তুলে ধরবে অচিরেই। আজ ট্রেলর ও গান মুক্তি পেল, আশা করি এই ছবির ট্রেলর সকলের ভালো লাগবে। " অন্যদিকে ছবির সংগীত শিল্পী এবং কিংবদন্তী সঙ্গীত তারকা কুমার সানু জানালেন, "অনেক দিন পর বাংলা ছবিতে এত মেলোডিয়াস একটা কাজ করলাম। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র যে সুর এই ছবির গানে ব্যবহার করেছে তা সকলের মন ছুঁয়ে যাবে। গান জুড়ে সহজ সুরের মায়া, সেটা আমায় সব সময় আকর্ষণ করে। আমার সকলের কাছে অনুরোধ আপনারা এই ছবি অবশ্যই দেখুন, কল্যাণ সরকার একটা দূর্দান্ত ছবি তৈরি করেছে, বাংলা ছবি বর্তমানে সংকটে, বাংলা ছবির পাশে থাকুন।।

No comments:

Post a Comment