করছেন রুপসা গুহ। রুপসা এই ছবিতে মূলত একজন অতি সাধারণ গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন। যার কাছে সংসারটাই একমাত্র পৃথিবী। অন্য আরেকটি চরিত্রে দেখা যাবে মৌবনি সরকারকে। মৌবনির চরিত্র সম্পূর্ণ বিপরীত, ভীষণ আধুনিক চিন্তা-ভাবনা, জীবনযাত্রা। মৌবনি রূপসার বহুবছর পর দেখা হয়। সেখান থেকেই গল্পের শুরু। এছাড়াও ছবিতে রূপসার ছেলের চরিত্রে ডেবিউ হল ছোট্ট কবীরের। এছাড়াও ছবিতে অভিনয়
করেছেন জয় ব্যানার্জি, শর্মিলা সেন ও সুমন সেন।
ছবির মিউজিকের দায়িত্ব আছেন শমীক গুহ রায়।
ছবিটি ওটিটি প্লাটফর্মে রিলিজ করবে।
পরিচালক জানিয়েছেন, "হিন্দিতে ফিচার এবং সর্ট ফিল্ম বানানোর পর বাংলায় কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। স্বদেশীনি বিদেশিনী দিয়ে ইচ্ছে পূরন হল। তবে খুব শীঘ্রই আমার ফিচার ফিল্মের স্যুট শুরু হতে চলেছে। আমি ভীষণ
খুশি কাজটা করে। কারণ কমেডি ফিল্ম বানানো ভীষণ শক্ত।মুলাকাত দাদা-সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। সোচের জন্য সর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টার পেয়েছি। আশা করছি আগামী দিনেও ভাল কাজ করে যেতে পারবো।"
No comments:
Post a Comment