কলকাতাঃ কৌশিক ইভেন্টস অরগানাইজেশন বিভিন্ন রকম ভাবে তারা বেশকিছু সমাজ মূলক কাজের দ্বারা নাম করে ফেলেছে ইতিমধ্যে , এখন তাদের সাথে যুক্ত হলো গীতগোবিন্দ অরগানাইজেশন | কিছুদিন আগে সম্বরন ব্যানার্জির ক্রিকেট স্টেডিয়ামে তারা ক্রিকেট ঝড় তুলেছিল বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী এবং বেশ কিছু মিউজিক সেলিব্রেটিদের নিয়ে | এইবার তারা শ্যামবাজার পার্কে কিছু ভিন্ন পেশায় যুক্ত মানুষদের সাথে ক্রিকেট খেললেন | আমরা জানি আইপিএল যথাক্রমে চলছে সেই ক্রিকেট ফিভার এর মধ্যে কৌশিক ইভেন্ট আয়োজন করেছিল একটি সমাজ মূলক ক্রিকেট ম্যাচ | কৌশিক ইভেন্টস এর কর্ণধার কৌশিক রাহুল বললেন, " প্রথমেই বলি আমাদের টিমটা নাম আছে গীতগোবিন্দ , বেসিকালি মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে তাদের কে নিয়ে একটা টিম | ক্রিকেট
টিমের মধ্যে রয়েছে গৌরব, দুর্নিবার ,অরিত্র, অর্ক দ্বীপ তারপর এরকম নানা নানা সেলিব্রেটিরা প্রত্যেক সপ্তাহে একটা করে ম্যাচ করে থাকি | এছাড়াও আমরা বিভিন্ন প্রফেশন এর সাথে যুক্ত যেমন ডাক্তার, পুলিশ , ফিল্ম এবং বিভিন্ন পেশার সাথে যুক্ত আছে লোকদের সাথে আমরা খেলেছি এবং খেলে যাচ্ছি এবার এছাড়াও আমরা কি করি আমরা আমাদের এই খেলা ছাড়াও আমাদের সোশ্যাল একটিভিটি আমরা কিছু করে থাকি এবং তার দুটি উদ্দেশ্য আছে একজন খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য মন ঠিক থাকে এবং সোশ্যাল একটিভিটি মাধ্যমেও কি হয় যে আমরা যদি পাঁচটা লোকের মুখে হাসি ফোটাতে পারি সেটা অনেক| যেমন আমাদের নববর্ষের দিন আমরা যে খেলাটা খেলেছিলাম সেখানে আমরা 25 জন বাচ্চাকে নববর্ষ উপলক্ষে প্রত্যেকের হাতে নতুন জামা তুলে দিয়েছি তারা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা চাইব এরকম ভাবেই সোশ্যাল একটিভিটি গুলো নানা উপায়ে চালিয়ে যেতে যাতে আরও বেশি করে আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পারি"
No comments:
Post a Comment