#BGBS : বি জি বি এস - এ বাম প্রসঙ্গ, বাদ পড়লেন না মমতা থেকে গোয়েঙ্কা !! - Songoti

#BGBS : বি জি বি এস - এ বাম প্রসঙ্গ, বাদ পড়লেন না মমতা থেকে গোয়েঙ্কা !!

Share This


কলকাতাঃ সিঙ্গুর হোক বা নন্দীগ্রাম, সেই সময় আন্দোলনের কথা রাজ্যবাসী কারোরই অজানা নয়। সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা এবং নন্দীগ্রামে পেট্রোকেমিক্যাল হাব স্বপ্ন দেখেছিল বাম সরকার। কিন্তু দুই জায়গাতেই জমি নিয়ে আন্দোলনের মুখে বা মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সেই সরকারকে। আন্দোলনকে হাতিয়ার করে ২০১১ সালে ঘটে রাজ্যের পালাবদল এবং মহাকরণে পৌঁছালো তৃণমূলের ঝাণ্ডা। তৃণমূল এসেছে রাজ্যের প্রায় দেখতে দেখতে এগারোটা  বছর এবং তারপরেই রাজ্যে শুরু হয়েছে ব্যবসায়িক সম্মেলন। যা



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 এই বছর ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল। তবুও এই সম্মেলনে ধরা পরল চৌতিরিশ বছরের বাম সরকারের প্রসঙ্গ কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কখনও সঞ্জীব গোয়েঙ্কা।  এদিন বাম আমলে কর্মদিবস নষ্টের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন "এর আগে সরকারকে অনেকেই লোডশেডিংয়ের সরকার বলে ডাকত কিন্তু এখন আর সেটা বলে না। আমাদের আগে বাম সরকার যখন বাংলা ক্ষমতায় ছিল তখন ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হতো ! এখন সেটা শুনলে নেমে এসেছে এখন শুধুই কাজ কাজ আর কাজ। অপরদিকে সঞ্জীব গোয়েঙ্কা এ রাজ্যের শিল্পপতি তিনি বলেন ১১ বছর আগে এখানে ছিল


শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

 শুধুমাত্র অবহেলা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ১০০ বছরের বেশি এখানে কাটিয়ে ফেলেছিলেন তারা এখান থেকে চলে যাওয়ার কথাও ভাবতে শুরু করেন। তারপর নতুন একজন নেত্রী এলেন। যার মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি আর বিনিয়োগের জন্য সকলের আস্থা অর্জন করার প্রয়াস দেখতে পেয়েছিলাম। ১০ - ১২ বছর আগেও ৭০ ৮০ ৯০ লক্ষ কর্মদিবস নষ্ট হতো! শেষ কয়েক বছরে শূন্যে নেমে এসেছে।

No comments:

Post a Comment