কলকাতাঃ এপার বাংলা ওপার বাংলার যৌথ প্রয়াসে কলকাতার পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত'র পরিচালনায় এবং বাংলাদেশের প্রযোজক মণিরুল ইসলাম মাসুমের গ্রীন টাচ বাংলাদেশ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রযোজনায় তৈরী হতে চলেছে নতুন সিনেমা 'একটা নতুন ছবি '। অরুদীপ্ত দাশগুপ্ত'র
পরিচালনায় টলিউড এবং বলিউডের বহু সিনেমা হলেও বাংলাদেশ প্রযোজনা সংস্থার ব্যানারে এটি প্রথম বাংলা সিনেমা। এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে বাংলাদেশ থেকে নির্জনা ও কলকাতা থেকে বেশ কিছু পরিচিত মুখকে।ছবির গল্প স্ক্রিপ্ট করছেন সঞ্জয় দাস। শোনা যাচ্ছে চলতি বছরেই দুই বাংলায় শ্যুট হতে চলেছে এই সিনেমাটির। বাংলা সিনেমা প্রেমীদের কাছে আর ও গুনগ্রাহী করতে দুই বাংলায় সিনেমাটি'র প্রকাশের কথা চিন্তা ভাবনা করছেন পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত এবং প্রযোজনা সংস্থার পক্ষে মণিরুল ইসলাম মাসুম।।
No comments:
Post a Comment