বার্তা প্রতিবেদন, কলকাতাঃ দক্ষিণ কলকাতার উডল্যান্ড মাল্টিপেশালিটি হসপিটাল ৭৫তম হীরক জয়ন্তী বর্ষ পুর্তি উপলক্ষে সাধারণ মানুষের জন্য ঘরে বসে স্বাস্থ্যপরিসেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আসে উডল্যান্ড মাল্টিপেশালিটি হসপিটাল এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ভাঃ রুপালি বসু। হসপিটাল পক্ষ
থেকে কলকাতা মধ্যে ঘরে বসেই হেল্থ পরিষেবা, ডায়েটিশিয়ানের পরামর্শ ও পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে হেলথ চেকআপ ও ফিজিওথেরাপি সুবিধা পাওয়া যাবে। উডল্যান্ড হসপিটাল এর পক্ষ থেকে হোম কেয়ার এর অন্যতম বেবি কেয়ার , কার্ডিয়াক কেয়ার, এন্ডারলী কেয়ার, নিউরোলজি কেয়ার, ক্যান্সার রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment