হয়ে উঠেছে দুর্গোৎসবের সব ধরনের
বৈশিষ্ট্যের প্রতীক।
মনে রাখবেন, অল্প সংখ্যক এই 7UP® ক্যান ও প্যাক আনা হয়েছে দুর্গাপুজোর মেজাজের সঙ্গে তাল মিলিয়ে।
অশুভকে পরাস্ত করে শুভর জয়ই দুর্গোৎসবের বার্তা। সেই বার্তাই গ্রাহকদের কাছে পৌঁছে দেবে ফিডো।
ক্যান/প্যাকের ওপর থাকবে একটি বিশেষ QR কোড। সেটা দিয়ে গ্রাহকেরা এক্সক্লুসিভ 7UP® পুজোর
হোয়াটস অ্যাপ স্টিকার ডাউনলোড করতে পারবেন। তাতে উৎসবের বার্তাবাহক হিসাবে পাবেন ফিডোকে। সে
আপনাকে জানাবে বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা যা আপনি আবার পাঠাতে পারবেন আপনার প্রিয়জনকে। ওই কোডের
সাহায্যে গ্রাহকেরা ডাউনলোড করতে পারবেন মজাদার মনোরঞ্জনের ভিডিও। সেখানে ব্র্যান্ড ম্যাসকট
ফিডোকে পাবেন একেবারে নতুন অবতার হিসাবে এবং সে চারপাশে ছড়িয়ে দেবে উৎসবের চনমনে মেজাজ।
নতুন এই প্যাক সম্পর্কে ফ্লেভরস, পেপসিকো ইন্ডিয়ার সিনিয়র ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নসীব পুরী
বলেন, ‘আপনারা সবাই জানেন যে পুজো এমন একটা সময় যখন অশুভকে হারিয়ে শুভ–র বিজয়বার্তা ঘোষিত হয়।
এ হল উৎসবে মেতে ওঠার এবং নতুন করে ভাবনার সময়। 7UP এবং ফিডো ডিডোকে সঙ্গে নিয়ে আমরা এই
সমৃদ্ধ সংস্কৃতিতে অংশগ্রহণ করতে চেয়েছি। এবং বাংলার প্রাণবন্ত মেজাজকে উদযাপন করতে চেয়েছি।
আমাদের স্বল্প সংখ্যক 7UP® ফেস্টিভ প্যাকের মাধ্যমে আমরা পুজোর চনমনে উৎসাহকে ধরতে চেয়েছি
এবং আমাদের পক্ষে থেকে এবছরের উৎসব উদযাপনে আরো বেশি উৎসাহ দিতে চেয়েছি।’
পুজোর অনুপ্রেরণায় সমৃদ্ধ, অনবদ্য নতুন এই লেবেলগুলি ব্যবহার করা হবে 7UP®–এর ৬০০ এমএল, ১
লিটার এবং ২.২৫ লিটার প্যাকে। সব আধুনিক ব্যবসা কেন্দ্র এবং বাছাই করা ই–কমার্স চ্যানেলে এগুলো
পাওয়া যাবে। উৎসবের মেজাজ সৃষ্টির জন্য এই ব্র্যান্ড দায়বদ্ধ। তারই স্বীকৃতি হিসাবে রাজ্যজুড়ে হোর্ডিং,
নজরকাড়া বাসস্ট্যান্ড এবং ট্রামের গায়ে সেলিব্রিটি ব্র্যান্ডিংও করা হবে।

Home
Lifestyle
পশ্চিম বাংলায় শুভ পুজোর আবহ ভরপুর উচ্ছ্বাসে মাতিয়ে দিতে 7UP® নিয়ে এল এক নতুন, চনমনে প্যাক, শুধুমাত্র পুজো উপলক্ষ্যেই আনা হয়েছে অল্প সংখ্যক এই প্যাক
পশ্চিম বাংলায় শুভ পুজোর আবহ ভরপুর উচ্ছ্বাসে মাতিয়ে দিতে 7UP® নিয়ে এল এক নতুন, চনমনে প্যাক, শুধুমাত্র পুজো উপলক্ষ্যেই আনা হয়েছে অল্প সংখ্যক এই প্যাক
Share This
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment