দেবারতি ঘোষ, কলকাতাঃ আগামী ৬ অক্টোবর মহালয়ার দিনে আয়োজিত হতে চলেছে ‘সিনেমার সমাবর্তন' অনুষ্ঠানটি।প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন হয় এই অনুষ্ঠানের।তবে অন্যান্য বছরের তুলনায় করোনা পরিস্থিতিতে চলতি বছর অনুষ্ঠান কিছুটা পিছিয়ে গিয়েছে।তাই এদিন নন্দন প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের দিন ঘোষণা করা হয়।এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং
ফোটো ঃ পায়েল পাল |
সুদীপ্তা চক্রবর্তী।প্রতি বছর ফর্ম ফিলাপের মাধ্যমে বাছাই পর্ব চললেও চলতি বছর অনলাইনের মাধ্যমেই ভোট দিয়েছেন সাংবাদিকরা।ভালো বাংলা ছবিকে পুরস্কৃত করা এবং সিনেমা তৈরির পিছনে যে সমস্ত কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাদের সন্মান জানানোই হল এই অনুষ্ঠানের লক্ষ্য। এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট পেতে চলেছেন অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়।এছাড়া ও আগামী বছর থেকে ঋতুপর্ণ ঘোষ মেমোরিয়াল লেকচার আয়োজন করা হবে।৩১ অগস্ট ছিল পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিন।ঋতু বাংলা ছবিকে অন্যমাত্রা দিয়েছে।তাই এদিন ঋতুর জন্মদিন উদযাপনের মাধ্যমেই ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাঁদের সিনেমার সমাবর্তন অনুষ্ঠানের ঘোষনা করলেন।এদিন ঋতুপর্ণ ঘোষের জন্মদিনটি কেক কাটিংয়ের মাধ্যমে সেলিব্রেট ও করা হয়েছে।প্রসেনজিতের জীবনে ঋতুপর্ণ ঘোষের অবদান অনস্বীকার্য।তাই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন থাকবে,ঋতুপর্ণ ও চিরকাল বেঁচে থাকবেন সিনেপ্রেমীদের মনে।
No comments:
Post a Comment