বার্তা প্রতিবেদন, কলকাতাঃ হ্যা ঠিক শুনেছেন, "জতুগৃহ" সিনেমায় লিড রোলে পরিবর্তন হয়েছে, জানা যাচ্ছে বিশিষ্ট অভিনেত্রী পায়েল সরকার লিড রোলে থাকবেন। এর আগে পোস্টার রিলিজের সময় বনি সেনগুপ্ত ও অনামিকা চক্রবর্তীর জুটিকে দেখা গেছে। কিন্তু সমপ্রতি নতুন পোস্টার রিলিজে দেখা
গেল পায়েল সরকারকে। পরিচালক সপ্তস্ব বসুর কথায় " অনামিকার কিছু ডেট নিয়ে সমস্যা দেখা দিয়েছিল বলে এই রোল চেঞ্জ করতে বাধ্য হয়েছি "। এছাড়াও এই ছবিতে দেখা যাবে নবাগত নায়িকা পিয়ালী চ্যাটার্জী, যিনি এর আগে কিছু শর্ট ফিল্মে অভিনয় করেছেন। ছবিটির শুটিং শুরু হবে এর মধ্যে, রিলিজ কবে হবে তা এখনও জানা যায়নি।
No comments:
Post a Comment