গর্বের বাঙালি ২০২১ সম্মাননা ১৪২৮ এর পয়লা বৈশাখেই - Songoti

গর্বের বাঙালি ২০২১ সম্মাননা ১৪২৮ এর পয়লা বৈশাখেই

Share This



পায়েল পাল, কলকাতাঃ বাংলা ও বাঙালির প্রতিভার বিকাশ ঘটেছে দেশ থেকে বিদেশে। জন্ম নিয়েছেন বহু নিজ গুনে খ্যাত ব্যাক্তিত্বরা। সে ক্রীড়া হোক, বা সাংস্কৃতিক জগত, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান,


ব্যাবসা বাঙালি সর্বত্র বিরাজমান। বর্তমানে বাংলা ও বাঙালির অস্তিত্ব যখন পাশ্চাত্যের আঙ্গিকে গড়ে উঠছে, প্রায় ভুলতে বসা বাঙালির নিজের সংস্কৃতিতে আরও একবার চিনিয়ে দিতে নিউক্লিয়াস পাবলিকেশনের কর্নধার ও মাসিক পত্রিকা ডানার সম্পাদক দীপ চক্রবর্তী'র উদ্যোগে পয়লা বৈশাখ


 অর্থাৎ ১৫ই এপ্রিল শহরে অনুষ্ঠিত হতে চলেছে "গর্বের বাঙালি ২০২১" সম্মাননা অনুষ্ঠান। সদ্য অনুষ্ঠিত  হল তার সাংবাদিক সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন সম্মাননার উদ্যোগক্তা দীপ চক্রবর্তী, অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়িকা অন্বেষা, অভিনেতা খরাজ মুখার্জী সহ অনেকেই। অনুষ্ঠান প্রাপক


 হলেন পন্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, শান, অন্বেষা, নচিকেতা, কৌশিক গাঙ্গুলী, গৌতম ঘোষ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিল্পী সুব্রত চৌধুরী, কবি ও গীতিকার শ্রীজাত, সৌরভ গাঙ্গুলি, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি সহ অনেকেই।। 


No comments:

Post a Comment