পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : অসম সরকারের 'লেখক সংবর্ধনা' পুরস্কার পেলেন করিমগঞ্জ কানিশাইলের ফরিদা পারভীন রুনি। গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ১টি শংসাপত্র ও নগদ ৫০,০০০ টাকা সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান করা হয়। ফরিদা পারভীন রুনি দীর্ঘদিন ধরে
লেখালেখির সঙ্গে যুক্ত। বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে কবিতা-গল্প লিখে চলেছেন। তাঁর ৩টি গল্প গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষকতার সঙ্গেও জড়িত। কানিশাইল উত্তরণ কলিজিয়েট স্কুল নামের ১টি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রূপে কর্মরত। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে পরিচিত মহলের অনেকেই অভিনন্দন জ্ঞাপন করেছেন।
No comments:
Post a Comment