পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : প্রকৃতির অপরূপ সুষমায় সজ্জিত এই অসমের ঐতিহ্য-ইতিহাস ছুঁয়ে দেখার, অনুভব করার এক অভিনব প্রকল্প "অসম দর্শন"। বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় এসে
বিভিন্ন প্রাচীন মঠ-মন্দির-মাজার-গির্জা ইত্যাদি সংস্কার ও উন্নয়নের এই প্রকল্পে দিচ্ছে অনুদান রাশি। এই 'অসম দর্শন' প্রকল্পেই রবিবার পাথারকান্দির শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে চলা সলগই শিব মন্দিরের সংস্কার কাজের শিলান্যাস করতে পেরে বাবা ভোলানাথের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন বিধায়ক কৃষ্ঞেন্দু পাল। ১০ লক্ষ টাকা ব্যয়ে এই মন্দিরের প্রাঙ্গণে নির্মিত হবে কমিউনিটি হল এবং পর্যটক নিবাস। এজন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং বিত্তমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তিনি।
No comments:
Post a Comment