সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জে BJP দলের মনোনয়ন নিয়ে বিজয় চাট্টিখানি কথা নয়। ইকবালবাবু একথা ভালোভাবে জানলেও নিজের কর্মদক্ষতার জোরে অনেকটা এগিয়ে রয়েছেন। প্রতিদিন এলাকার কোন না কোন জিপিতে অভিযান অব্যাহত রেখেছেন। বুধবার পলডহর GP-র বাড়ি বাড়ি গিয়ে জনগণের খোঁজখবর নেন। অংশগ্রহণ করেন GP-র বিভিন্ন ওয়ার্ডের সভায়। ওই সভায় তিনি বলেন, ২১-এ BJP-র ১০০+ মিশন নিশ্চিত। সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে আবার BJP সরকার ক্ষমতায় আসছে। উন্নয়নের স্বার্থে গোটা রাজ্যের জনগণ BJP-র পাশে রয়েছেন। ক'দিন আগে কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারী আরও ৩০,০০০ শিক্ষক নিযুক্তি হবে।
ইকবাল বলেন, বিগত লোকসভা নির্বাচনেও করিমগঞ্জের মুসলিম সম্প্রদায়ের জনগণ BJP-কে ভোট দিয়েছেন। তাই কংগ্রেস-AIUDF যতই ভয় দেখিয়ে যাক না কেন, মুসলিম সম্প্রদায়ের জনগণ এখন অনেক সচেতন। ২১-র নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জেও BJP-র জয় শুধু সময়ের অপেক্ষা।
No comments:
Post a Comment