দুঃস্থ মানুষদের পাশে আবহমান - Songoti

দুঃস্থ মানুষদের পাশে আবহমান

Share This

 "মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়।"

"আবহমান",ব্যারাকপুরে গড়ে ওঠা এই গ্রুপ, যার বয়স মাত্র কয়েকদিন...দুঃস্থ মানুষদের পাশে থেকে নিজেদের কাজের মধ্যে দিয়ে "আবহমান" বেড়ে উঠতে চায়, বিস্তৃত পরিসরে পৌঁছে যেতে চায় সেই মানুষ গুলোর কাছে, যাঁদের বাড়িতে " ক্ষুধার আগুন দাউ দাউ" করে জ্বলে, শীতবস্ত্র তো দূর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত বস্ত্রের যোগান নেই।

"আবহমান", সেই মানুষ গুলোর সঙ্গে নিজেদের একাত্ম করে নিয়ে নৈহাটি থেকে সোদপুর পর্যন্ত, অন্ন এবং বস্ত্র তুলে দিয়েছে শতাধিক মানুষের হাতে। উপহার হিসেবে পেয়েছে সেই মানুষ গুলোর সরল হাসি। ছোট্টো ছোট্টো পথ শিশুদের হাসি " আবহমান" কে আগামীদিনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয়। আমাদের এই প্রয়াসে সকলকে স্বাগতম জানাই।

No comments:

Post a Comment