করিমগঞ্জে মাদক নিবরণী সপ্তাহ পালন উপলক্ষে সলগই চা-বাগানে জনসভা - Songoti

করিমগঞ্জে মাদক নিবরণী সপ্তাহ পালন উপলক্ষে সলগই চা-বাগানে জনসভা

Share This

 পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে মাদক নিবরণী সপ্তাহ পালন করা হয়। প্রতিবছরের মতো এবারও রাজ্যিক মাদক নিবারণী পরিষদের উদ্যোগে করিমগঞ্জ আবগারি প্রশাসনের ব্যবস্থাপনায় মাদক নিবরণী সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে সলগই চা বাগানের নাচঘরে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আঞ্চলিক

 নিবারণী সংগঠক কামাল উদ্দিন মাদক নিবারণী সপ্তাহের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে বলেন, বর্তমান সমাজকে জাতির জনক মহাত্মা গান্ধীর আমৃত্যু মাদক নিবারণী অভিযানকে পাথেয় করে নেশামুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার মধ্যেই রয়েছে প্রয়াত গান্ধীর মৃত্যুবার্ষিকী উদযাপনের সার্থকতা। সভায় প্রশাসনিক বক্তব্য উপস্থাপন করেন আবগারি অধীক্ষক শিবাশিস পাল, সলগই চা বাগানের ম্যানেজার সুভাষ পারিখ, সহকারী ম্যানেজার গণেশ খন্ডনওয়াল প্রমুখ। বক্তারা সরকারি মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে নেশাদ্রব্যের লাইসেন্স সীমিতকরণের আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবগারি পরিদর্শক (সদর) বিষ্ঞু দেব, পরিদর্শক আবিদুর চৌধুরী, পাথারকান্দি সার্কল পরিদর্শক প্রমুখ।

No comments:

Post a Comment