পোলিও অভিযানে ব্যাপক সাড়া পাথারকান্দিতে, ১১,১০০ শিশুকে পোলিও ড্রপ - Songoti

পোলিও অভিযানে ব্যাপক সাড়া পাথারকান্দিতে, ১১,১০০ শিশুকে পোলিও ড্রপ

Share This

 পাঞ্চজন্য রায়, পাথারকান্দি, আসাম : পোলিও মুক্ত ১টি সুন্দর সুস্থ দেশ গড়ার লক্ষ্যে গত রবিবার পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন বিভিন্ন বুথে ৫ বছরের নিচের শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হয়। এদিন পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের SDMO ডাঃ প্রদীপ কুমার দে-র উপস্থিতিতে পাথারকান্দি জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা আনুষ্ঠানিকভাবে ১টি শিশুকে প্রতিষেধক ড্রপ খাইয়ে কর্মসূচির সূচনা করেন। পাথারকান্দি হাসপাতালের BPM সৌমেন্দ্র দাসের তথ্য মতে, এদিন এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন ৫ বছরের নিচের ৫৫,৯০০টি শিশুকে

 পোলিও ড্রপ খাওয়াতে ২৬৭টি বুথ খোলা হয়েছিল। এর মধ্যে বৃহত্তর এলাকার বাস ও রেল স্টেশনে মোট ৩টি ট্রানজিট বুথ খোলা হয়েছিল। এই অভিযানে মোট ১০৬৮ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হয়। তাদের সঠিক ভাবে পরিচালনা করতে মোট ৫৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছিল। এবং এই সুপারভাইজারদের কাজকর্ম সঠিক ভাবে পর্যবেক্ষণ করতে ৬ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হয়েছে। তাছাড়াও প্রতিষেধক টিকা গুলো সতেজ রাখতে ৩টি স্থায়ী শীতল কক্ষ খোলা হয়েছে। এমনকি প্রাপ্ত তথ্য মতে, আরও জানা গেছে, রবিবার এই প্রতিষেধক থেকে বাদ পড়া শিশুদের পোলিও ড্রপ খাওয়াতে সোমবার থেকে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। উল্লেখ, ১ম দিনে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ১১,১০০ শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হয়েছিল।

No comments:

Post a Comment