ইন্টিগ্রেটেড কোল্ড চেন ভ্যালু এডিশন ফুড পার্কের জমি বরাদ্দ করিমগঞ্জে - Songoti

ইন্টিগ্রেটেড কোল্ড চেন ভ্যালু এডিশন ফুড পার্কের জমি বরাদ্দ করিমগঞ্জে

Share This


 পাঞ্চজন্য রায়, মাইজগ্রাম, আসাম : ইন্টিগ্রেটেড কোল্ড চেন ভ্যালু এডিশন ও ফুড পার্কের জন্য জমি বরাদ্দ হয়েছে করিমগঞ্জে। উত্তর করিমগঞ্জের মাইজগ্রামে গড়ে উঠবে এই ২টি শিল্প প্রতিষ্ঠান। সোমবার আনুষ্ঠানিক ভাবে শিল্প উদ্যোগ নিগমকে প্রয়োজনীয় জমি সমঝে দিয়েছে জেলা প্রশাসন।

এনিয়ে ওই এলাকায় এক সভাও অনুষ্ঠিত হয়। বিজেপি আমলে জেলার ব্যাপক উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিভাগীয় চেয়ারম্যান মিশনরঞ্জন দাস। বলেন, শিল্প উদ্যোগ নিগমের চেয়ারম্যান হওয়ার পর থেকেই করিমগঞ্জের মাইজগ্রামে ২টি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তৎপরতা শুরু করেছিলেন। আজ সেই স্বপ্ন সাকার হয়েছে। ইন্টিগ্রেটেড কোল্ড চেন ও ফুড পার্কের জন্য ৩২ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। এখন এই ২টি জমিকে ব্যবসার জন্য উন্নত করা হবে। জমি নিয়ে এখন শিল্প-কারখানা গড়া যাবে। এমনকী কেন্দ্রীয় অনুদানে কাজ হওয়ার জন্য আগামী কদিনের মধ্যেই তিনি দিল্লি পাড়ি দেবেন বলেও জানান মিশনবাবু। বক্তব্য রাখেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও জেলা শাসক আম্বামুথান এমপি। উপস্থিত ছিলেন সঞ্জিব বনিক, ADC ধ্রুবজ্যোতি দেব, সার্কল অফিসার রাকেশ ডেকা প্রমুখ।

No comments:

Post a Comment