মেঘের পালকের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজস্ট্রীটে "বই-চিত্র" সভাগৃহ থেকে অঙ্কিতা ঘোষ, ইন্দ্রিয় চক্রবর্ত্তী এবং শুভব্রত চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হল মুদ্রিত পত্রিকা "পালক" -এর আত্মপ্রকাশ সংখ্যা।এই পত্রিকায় শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের নানান প্রান্ত থেকে আমরা লেখা পেয়েছি।সাক্ষাৎকার দিয়েছেন, দুজন স্বনামধন্য লেখক হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এবং বিনোদ ঘোষাল সহ অভিনয় জগতের পরিচিত মুখ ঋতব্রত মুখার্জী। চিরন্তন মুখার্জি, ইন্দ্রনীল মন্ডল, সঞ্জয় সাহা, সঞ্জয় চক্রবর্তী, চন্দন নস্কর প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল। গানে কবিতায় আড্ডায় এক ঝাঁক রঙবেরঙের প্রজাপতি ধরা দিয়েছিল সভাগৃহে।
সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এগিয়ে চলা ফেসবুক পেজ "মেঘের পালক" -এর ডাকে সাড়া দিয়ে প্রায় শতাধিক সদস্য আজ মেঘের পালকের আঙিনায়।মানুষের কাছে পৌঁছোনোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই কর্মযজ্ঞে, লাইক, কমেন্ট আর শেয়ারের প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং ভালোবেসে নিজের মতো করে এই পরিবারকে সজ্জিত করে তোলাই আমাদের সকলের উদ্দেশ্য।
No comments:
Post a Comment