চা-শ্রমিকের ধন পুরস্কার গ্রহণের পূর্বে করিমগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি - Songoti

চা-শ্রমিকের ধন পুরস্কার গ্রহণের পূর্বে করিমগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি

Share This


পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ, আসাম : ‌শুক্রবার এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় সীমান্ত শহর করিমগঞ্জে। শনিবারের গুয়াহাটির এই সরকারি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল করিমগঞ্জ জেলার ২৩৬ জন শ্রমিকের। কথা ছিল সুপার বাসে করে তাদের গুয়াহাটি পাঠানো হবে। কিন্তু শহরের বাবা হোটেলের

 সামনে পৌঁছে দেখেন ৪টি মাত্র বাস দাঁড়িয়ে। তাও ASTC-র করিমগঞ্জ-শিলচর রুটের বাস। এতে ক্ষেভে ফেটে পড়েন শ্রমিকরা। কোনও অবস্থাতেই ওই বাসে গুয়াহাটি যাবেন না বলে জানিয়ে দেন। করিমগঞ্জের DDC পরিস্থিতির সামাল দিতে গিয়েও ব্যর্থ হন। Flag off করার কথা ছিল জেলাশাসকের। কিন্তু পরিস্থিতির আঁচ করতে পেরে তিনি আর ও'পথ মাড়াননি। শ্রমিকরাও আর ৩০০০ টাকার জন্য আর বাসে চাপতে রাজি হননি। পরে রাতের দিকে গুটি কয়েকে শ্রমিকই বাসে চেপে রওয়ানা দেন। বেশিরভাগ শ্রমিকই রাগে-ক্ষোভে বাড়ির পথ ধরেন।

No comments:

Post a Comment