দুই লিঙ্গের অপরাধ প্রবণতা প্রবৃত্তিই মানব মানবীর মূল গল্প - Songoti

দুই লিঙ্গের অপরাধ প্রবণতা প্রবৃত্তিই মানব মানবীর মূল গল্প

Share This

  নারী-পুরুষ নির্বিশেষে অপরাধপ্রবণতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অন্তর্গত হয়ে পড়ে। এই বিষয় নিয়ে ২০১৬ সালে নির্মিত সুব্রত সেনের ছবি মানব-মানবী। যারা দুজন বিরুদ্ধে দম্পতি হওয়া সত্বেও ফোনের মত সাজাতে থাকে।   এই বছর ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ছবি প্রদর্শনের 

আগে একটি সাংবাদিক সম্মেলনে পরিচালক সুব্রত হোসেন জানান তিনি মেসেজ দেওয়ার জন্য চলচ্চিত্র তৈরি করেন না তবে তিনি এনজিও চালাতেন তাহলে শিল্প সৃষ্টি করতেন না।  ২০১৬ সালে তৈরি ছবিটি নানাবিধ কারণে দর্শকের সামনে আসতে সময় লেগে যায় এছাড়াও পরিচালক জানান কলকাতা ও দার্জিলিংয়ের টিঞ্চুলে এই ছবির শুটিং করেন।

No comments:

Post a Comment