অপুকে চোখের জলে বিদায় দিল তিলোত্তমা - Songoti

অপুকে চোখের জলে বিদায় দিল তিলোত্তমা

Share This

পায়েল পাল, কলকাতাঃ হেমন্তের দুপুর ১২ টা ১৫, আনন্দমুখর তিলোত্তমা ভরে উঠল বিষন্নতায়। বাংলা'র অপু, বাঙালী'র অপু বিদায় নিল, শেষ হল ১৫ দিনের টানা লড়াই। দুপুর ২টে বেল ভিউ নার্সিং হোম থেকে সৌমিত্র চ্যাটার্জী'র দেহ রওনা দিল গলফ গ্রীনের বাড়িতে, সেখান থেকে ৩.৩০ মিনিটে দেহ 


পৌছালো রবীন্দ্র সদন  তারপর ৫.৩০ নাগাদ কলকাতাবাসী'র সাথে পদযাত্রা করে ৬.৩০ সৌমিত্র চ্যাট্টার্জী'র দেহ পৌছায় ক্যাওড়াতলা মহাশশ্মানে। আর সেখানেই সম্পন্ন হয় সৌমিত্র চ্যাট্টার্জী'র শেষকৃত্য।


সৌমিত্র চ্যাট্টার্জী'র দেহ রবীন্দ্র সদনে থাকাকালীন শেষ শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ মনোজ মিত্র, দেব, রুক্মিণী, শিবপ্রসাদ, অনিক দত্ত, সৌগত রায়, ফিরহাদ হাকিম, বামফ্রন্ট


 চেয়ারম্যান বিমান বসু, সুর্যকান্ত মিশ্র এবং কলকাতাবাসী। কাল দ্যা লাস্ট লিয়রকে  হারানোতে সম্পূর্ণ কলকাতা ভারাক্রান্ত এতোটাই ছিল যে  কলকাতার রাজপথে শেষ শ্রদ্ধা জানাতে কালীপুজো'র প্যান্ডেল গুলো গান বন্ধ করে ভরে ওঠে সৌমিত্র চ্যাট্টার্জী'র কবিতা পাঠরত কন্ঠে। এমন কলকাতা কত যুগ পর দেখলো তা বলার অপেক্ষা রাখে না। সত্যি, সৌমিত্র চট্টোপাধ্যায় এক যুগের অবসানও বটে।।

চিত্র সৌজন্যঃ সোহম মুখার্জী

No comments:

Post a Comment