পর্যটক টানতে গাইডলাইন তৈরির ভাবনা মন্ত্রকের - Songoti

পর্যটক টানতে গাইডলাইন তৈরির ভাবনা মন্ত্রকের

Share This

নয়াদিল্লি: কোভিড মহামারীর জন্য আপাতত মুখ ফিরিয়েছেন বিদেশিরা। তাই ভরসা এখন দেশীয় পর্যটকরাই। করোনা আতঙ্ক কাটিয়ে তাদের পর্যটনমুখী করাই এখন মূল লক্ষ্য কেন্দ্রের। সরকারি সূত্রের খবর, দেশীয় পর্যটকদের কাছে বিভিন্ন পর্যটনস্থলকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার খসড়া গাইডলাইন তৈরির চিন্তাভাবনা করছে পর্যটন মন্ত্রক। যাতে পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক হলেই মানুষ নির্ভাবনায় বেড়াতে যেতে পারেন এবং সরকারের রাজস্ব আদায়েও সমস্যা না হয়।          


        করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যে দেশের বিভিন্ন পর্যটনস্থলে ভার্চুয়াল ট্যুরের বন্দোবস্ত করেছে মন্ত্রক। মাউসের ক্লিকে ঘুরিয়ে আনা হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। সেই ডিজিটাল সফরের বাইরেও যাতে পর্যটকেরা নিরাপদে ঘুরতে যেতে পারেন, সেই লক্ষ্যেই উদ্যোগ নিচ্ছে মন্ত্রক। জানা যাচ্ছে স্থানীয় দ্রষ্টব্য, ডে এক্সকারশন, সপ্তাহান্তের ছুটি, ড্রাইভিং হলিডেজের মতো বিভিন্ন বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে খসড়া গাইডলাইনে। পর্যটকদের ভয় কাটাতে পর্যটনস্থল কিংবা হোটেল, লজ, রিসর্টে সংক্রমণ ঠেকাতে কী কী ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও ব্যাপক প্রচারের পথে হাঁটতে চলেছে মন্ত্রক।

No comments:

Post a Comment