মঞ্চের "বিষ" ছড়িয়ে পড়তে চলেছে দর্শকের ড্রয়িংরুমে - Songoti

মঞ্চের "বিষ" ছড়িয়ে পড়তে চলেছে দর্শকের ড্রয়িংরুমে

Share This

সঙ্গতি ইনফর্মেশন নেটওয়ার্কঃ কাম , ক্রোধ , লোভ , মোহ , মদ ও মাৎসর্য আমদা জানি মানুষের শরীরের ষড়রিপু।তাঁর মধ্যে ক্রোধ অর্থাৎ রাগ মানুষের এক ভয়ংকর বিষ যা থেকে হিংস্রতা এবং তা থেকে খুন করতেও মানুষ পিছ পা হন না।এমনই এক টানটান রোমহর্ষক গল্প নিয়ে ২০১৩ সালে মঞ্চস্থ হয়েছিল "বিষ" নামক একটি নাটক। আর তারই গল্প নিয়ে তৈরী হচ্ছে বাংলা ভাষার স্বল্প দৈর্ঘ্যের ছবি "বিষ"। 

চিত্র সৌজন্যঃ সোহম মুখার্জী
চিত্র সৌজন্যঃ সোহম মুখার্জী

   সাধারনত করোনা'র জন্য বন্ধ সিনেমা হল গুলো, তাই ওটিটি প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে শুটিং শুরু হয়েছে এই চলচ্চিত্রে। সাধারনত ড্রয়িংরুম ফ্রেন্ডলি এবং সমসাময়িক প্রেক্ষাপটের চলচ্চিত্র উপহার দিতে চলেছেন টিম "বিষ"। এই ছবিতে সংগীত পরিচালনা করছেন প্রবীর দাস, প্রযোজনায় ধীতিষা চ্যাটার্জী।এই বিষ ছবিতে অধ্যাপক নীলকন্ঠ চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন শান্তিলাল মুখার্জী, প্রিয়'র ভূমিকায় আছেন অনিন্দ্য পুলক ব্যানার্জী ও পৃথার ভূমিকায় আছেন নয়না পালিত। পূজোর আগেই এই চলচ্চিত্রের শুটিং শেষ করার ভাবনা আছে এমনটাই জানালেন প্রযোজক ধীতিষা চ্যাটার্জী।।

No comments:

Post a Comment