ডেঙ্গুর আঁতুরঘর বারাসত ১৭ নং ওয়র্ড - Songoti

ডেঙ্গুর আঁতুরঘর বারাসত ১৭ নং ওয়র্ড

Share This

হিরণ ঘোষাল, বারাসত:  বারাসত পৌরনগর ১৭ নং ওয়র্ড দীর্ঘদিন হাইড্রেনের কেন সংস্কার হয়নি,অনেকগুলো পৌরবোর্ড চলে গিয়েছে, আজও আঁতুরঘর, এলাকায় ড্রেন করবার নামে পরিকল্পনা নিয়ে কাজ শুরু হল, সরকারী টাকা খরচা হল, কিন্তু কাজ কিছুই হল না, সেই জল জমে রয়েছে। পৌরনগর উদ্যোগে খনন কাজ পরিষ্কার তো দূরের কথা ময়লা 


জমে পাহাড়, কিসের ভয়? আজও একই অবস্থা পড়ে রয়েছে? ড্রেনটি কি আদৌ কোনওদিন কাটা হবে কিনা সেই প্রশ্ন আজ অধরা। পৌরনগরীর বাড়ির পিছনে এই ড্রেনটি বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অন্য ড্রেন এর জল বেরোনোর ব্যবস্থা নেই, বারাসতের মানুষ কি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে না? পৌর প্রশাসক মন্ডলী কি ভাবছেন? কিসের অভাবে আজও ড্রেনটি খনন ও পরিষ্কার করা যাচ্ছে না এই প্রশ্ন তাদের কাছে রইল।

No comments:

Post a Comment