গানের মিউজিক এলবাম "আমরা দুজন"-এর ট্রেলর লঞ্চ হয়ে গেল - Songoti

গানের মিউজিক এলবাম "আমরা দুজন"-এর ট্রেলর লঞ্চ হয়ে গেল

Share This

রাজকুমার দাসঃ যখন কিছু সম্পর্ক, আর পাঁচটা সম্পর্কের থেকে অনেকটাই আলাদা হয়, যখন অনেকগুলো না বলা কথা জমাট বাঁধতে থাকে বুকের মাঝে, আর কাছে চায় প্রিয় মানুষটিকে একবার ছুঁয়ে দেখতে ঠিক কতটা গোছালে দুটো মনের ভালোবাসার চিত্র রুপান্তরীত  হয় জীবনের সঙ্গীর বাতাবরনে, এবং সময়ের সঙ্গে অনেক কিছু পুরনো হলেও যখন ভালোবাসা থেকে যায় অটুট, মিষ্টি প্রেম বড় হয় জন্ম দেয় নতুন এক জীবনের এবং আজও সেই সম্পর্কের বাঁধনে বন্ধী হয়ে রইল সপ্তর্ষি এবং তনুশ্রীর অভিনীত “ আমরা দুজন” মিউজিক ভিডিওটি।


প্রধান চরিত্র – সপ্তর্ষি এবং তনুশ্রী র সাথে এই এলবামে 

শিশু শিল্পী - সপ্তশ্রী এবং অঙ্গীরা র অভিনয় ও দেখা যাবে।গানটি প্রায় পাঁচ মিনিটের হলেও এতে গল্প ফুটে উঠেছে।

প্রযোজনায় – Maniac Shots

পরিচালক - অমিত দাস এবং অভিক চৌধুরী

প্রোডাকশন ম্যানেজার – সূর্য শেখর দাস

সঙ্গীত ব্যাবস্তাপনা এবং মাস্টারিং- দেব গোস্বামী

সংগীত কমপোজএবং গান – তন্ময় রায়

শিশু কাস্টিং - Mainstream

বিশেষ ধন্যবাদ – শতভিষা ঘটক 

মেকওভার এবং স্টাইল - পল্লভী সিনহা 


খুব শীঘ্রই আপনাদের কাছে আসতে চলছে।

No comments:

Post a Comment