নেই তোমার বিকল্প | প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য | সাহিত্যগ্রাফি - Songoti

নেই তোমার বিকল্প | প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য | সাহিত্যগ্রাফি

Share This

কী ছিলে তুমি, তুমি জান না,
তুমিই তোমার বিকল্প,
তোমাকে ভাঙ্গিয়েই চলছে আজ,
কেবল আমিত্বের গল্প!

যখন শুনি বড়োবড়ো কথা, আমিত্বের ভাষণ,
হয় অস্বস্তি, মনেমনে হাসি।
আমার মতো নির্গুণের কী আর যোগ্যতা,
তোমারই সৃষ্টি-সাগরে ভাসি।

যখন তাকাই তোমার ছবির দিকে, অবাক হই,
আর অন্তর থেকে নমি।
বিশ্বের কৃষ্টি-সংস্কৃতির ভাণ্ডার ছিল তোমার মস্তিষ্কে,
জানো না, কী ছিলে তুমি!

তুমিই ভগবান, গড, আল্লাহ, জাগ্রত দেবতা,
তুমি রবি, তুমি ইন্দ্র।
তুমি পথের সাথী, প্রদর্শক, অন্ধকারে জ্যোতি,
তুমি নাথ, ঠাকুর রবীন্দ্র!

No comments:

Post a Comment