ওগো প্রাণের কবি,
হৃদয় মাঝে সদা জাগে
তোমার প্রতিচ্ছবি।
গল্প নাটক কবিতায়
তোমার অগাধ অবদান,
সাহিত্যে নোবেল পেয়েছ
পেয়েছ কত সম্মান।
গীত সংগীতে ভরিয়ে দিয়েছো
আজও কত গান বেজে ওঠে
সবার হৃদয়পুরে।
পঁচিশে বৈশাখ সবাই তোমার
জন্মদিন পালন করে,
তোমার দেশেই জন্মে আমার
গর্বে বুক ভরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন