
পায়েল পাল, কলকাতাঃ আজ রাত ১২টার পর থেকে রাজ্যের বাইরে পা রাখলেই সমস্যায় পড়তে হবে নাগরিকদের।জনতা কার্ফু থেকে বড়ো কার্ফু রাজ্যে ঘোষনা করা হল ভারত সরকারের পক্ষ থেকে আগামী ২১ শে দিন পর্যন্ত লোকডাউন থাকবে এই কার্ফু। "২১ দিন যদি না সামলানো যায় তবে দেশ ২১ বছর পিছিয়ে যাবে - এই কথা আমি প্রধানমন্ত্রী না হয়ে না আপনার পরিবারের সদস্য হিসেবে বলছি। দেশের এই লোকডাউন লক্ষনরেখার সমান। তাই ঘরের বাইরে পা রেখে করোনাকে ঘরে ডেকে আনবেন না।যা ইচ্ছা হয়ে যাক বাড়ি থেকে বেরোবেন না। ভারত এবং ভারতের মানুষদের বাঁচাতে ভারত সরকারের এই সিদ্ধান্ত।দেশকে বাঁচাতে আর কোনো উপায় নেই" - নরেন্দ্র মোদী
No comments:
Post a Comment