অবতার শ্রীরামকৃষ্ণ || শম্পা দাস || সাহিত্যগ্রাফি - Songoti

অবতার শ্রীরামকৃষ্ণ || শম্পা দাস || সাহিত্যগ্রাফি

Share This
Image result for ramakrishna

কলি যুগের কৃষ্ণ তুমি, রামায়ণের রাম -
জন্ম নিয়ে ধন্য করলে এই ধরাধাম, 
চন্দ্রমনি মা যে তোমার, বাবা ক্ষুদিরাম 
তোমার মহিমায় বিখ্যাত করলে কামারপুকুর গ্রাম।
ছোটবেলার গদাধর হলেন রামকৃষ্ণ 
সহজে সমাধান করলে ধর্মের জটিল প্রশ্ন I
‘যত মত তত পথ’ তোমার অমর বাণী 
মিটিয়েছিলে হিন্দু-মুসলমানের হানাহানি I 
১৮৩৬ সালে জন্ম তোমার, ১৮৮৬ তে তিরোধান, 
তোমায় স্মরণ করবে প্রাতে, সকল বঙ্গ সন্তান 
জগৎ মাঝে ঝরাও প্রভু তোমার আশীর্বাদ, 
সবার জীবন উঠুক ভরে ভুলিয়ে অবসাদ।

No comments:

Post a Comment