ভাষাঘর || হরেকৃষ্ণ দে - Songoti

ভাষাঘর || হরেকৃষ্ণ দে

Share This

আমি বাংলায় গাঁথি ভাষাঘরে বাংলা মাটির ইট
বাংলা ভাষার আঙিনা জুড়ে ঢাকি বুক ও পিঠ৷৷


আমি জন্ম নিয়েছি বাংলা ভাষার বুলি জড়িয়ে
ভাষাঘরে শুধু বাংলার আদর সারা দেহ মুড়িয়ে৷৷


আমি বাংলা সাজাই ভাষাঘরে বাংলার দেওয়াল
বাংলা আমার হৃদয়ভরা জীবন সংগীত খেয়াল৷৷


আমি ভাষাঘরে শিকেয় ঝুলাই বাংলা বর্ণপরিচয়
অ আ ক খ আছে ঘিরে আমার বুলির কনভয়৷৷


আমি বাঁচি মরি সুখে দুঃখে বাংলার ভাষাঘরে
বাংলা ভাষার শহিদেরা চিরদিন থাকে সাড়ম্ভরে৷৷


আমি নিত্য থাকি ভাষাঘরে বাংলা ভাষার প্রেমে
একুশে ফেব্রুয়ারী জাগে আমার ভাষাঘরের ফ্রেমে৷৷

No comments:

Post a Comment