অজানা সোনাগাছি'র গল্প নিয়ে ভ্রমর ও মন্টু পাইলট কলকাতায় - Songoti

অজানা সোনাগাছি'র গল্প নিয়ে ভ্রমর ও মন্টু পাইলট কলকাতায়

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ সোনাগাছি, নামটি শুনলে ভদ্র সমাজের কিছু মানুষেরা আজও ভ্রু কুচকায়। কথা প্রসঙ্গে "দেহ ব্যবসায়ী" শব্দতেও একই ভাবনা। কিন্তু রাতের অন্ধকারে সেই ভদ্র লোকের কিংবা সভ্য মানুষকে সেই জায়গায় পা রাখতে দু মিনিটও সময় লাগে না। এমনই এক গল্পের কথা বলবে ভ্রমর। গ্রামের সরল ভ্রমর জানেই না, যে কিভাবে পাচার হয়ে নিজের অজ্ঞাত অবস্থায় সোনাগাছির আর এক অংশ নীলকুঠিতে পা রাখে। নীলকুঠি'র প্রধান বিবিজান আর তৌফিক। ইচ্ছার বিরুদ্ধে সম্মখীন হতে হবে অযাচিত ভাবে ভ্রমরকে? নাকি ভালোবাসা'র মানুষ মন্টুকে বিবাহ কি করতে পারবে ভ্রমর? বা দালালি ছেড়ে কিভাবে মন্টু হবে পাইলট? 




এই সব কিছু নিয়েই দেবালয় ভট্টাচার্য পরিচালিত মন্টু পাইলট। সম্প্রতি এই সিরিজের টিজার লঞ্চ হয়েছে। সোনাগাছির যৌনকর্মীদের রোজের জীবনকথা বলতেই টিম মণ্টু পাইলট সেখানে পৌঁছে গেছিলেন দুর্বার সমিতিতে। মণ্টু পাইলটের চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস। ভ্রমর হয়েছেন সোলাঙ্কি রায়। সোলাঙ্কি এর আগেও ধানবাদ ব্লু-জ, পাপ ইত্যাদি সিরিজে বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও আছেন চান্দ্রেয়ী ঘোষ, কাঞ্চন মল্লিক, রজতাভ দত্ত। 

1 comment:

  1. Atyanto baaler besh unrealistic web series.

    ReplyDelete