আবোলতাবোল || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি - Songoti

আবোলতাবোল || প্রভাত রঞ্জন ভট্টাচার্য্য || সাহিত্যগ্রাফি

Share This

রিম ঝিম রিম ঝিম
ঝম ঝম ঝম ঝম,
আলো জ্বলে টিম টিম
পথে চলে টম টম।

ঘোড়া-খুর তালে তালে
টগ বগ বোল তোলে,
খুরে আঁটা নালে নালে
ঝট পট ছুটে চলে।

ব্যাঙ গুলো গ্যাঁ গ্যাঁ
গরু গুলো হাম্বা হাম্বা,
ছাগ গুলো ম্যা ম্যা
খাদে পড়ে নাচে সাম্বা।

কুত্তা করে ঘেউ ঘেউ
বিল্লি করে ম্যাউ ম্যাউ,
আশে পাশে নেই কেউ
গিন্নি করে ক্যাঁউ ক্যাঁউ।

দূর থেকে ভেসে আসে
নাকি সুরে যেন গান,
কোনে বসে কত্তা হাসে
গিন্নি হন ঘেমে স্নান।

টম টম গেল থেমে
গিন্নি জপে রাম নাম,
কোচোয়ান গেল নেমে
বলে গেল হ্যায় কাম।

কাম সেরে এলো ফিরে
গিন্নি যেন পেলো বল,
মনে হল খাবে ছিঁড়ে
কত্তা বলে জল্দি চল।

ছড়া লেখা ছেলে খেলা
ভাব যদি পাবে টের,
শুরু করে হেলা ফেলা
শেষে হল শিক্ষা ঢের। 

No comments:

Post a Comment