ই এম আই || অক্ষমালী || সাহিত্যগ্রাফি - Songoti

ই এম আই || অক্ষমালী || সাহিত্যগ্রাফি

Share This

দীর্ঘদিনের লড়াই শেষে বেকার হলাম একদিন।
তারপর তিরস্কার, ঘাড় গুঁজে মা-কে রোজ রাতে বলা-
        "খিদে নেই__, তুমি খেয়ে শুয়ে পড়ো"।

তোমার সাথে সব যোগাযোগের পথ ওরা বন্ধ করলো,
একদিন নেতার বাড়ির বাজার করে কোনো একটা সওদাগরি আপিসে ওরাই ঢুকেছিল কেউ জল, কেউ বা তেল দিতে_
আর প্রমোশনের লিফ্টে তারাই তখন পাড়ার পূজোর সভাপতি।

প্রথমে দৈ-এর ফোঁটা নিয়ে,
ক্রমশ স্নান খাওয়া না করেই পরীক্ষার পর পরীক্ষার পর পরীক্ষার পর...
শেষটায় মায়ের চোখে জল,
     "খোকা, দেখ তো এই চিঠিটা আজ দুপুরেই__ "

এখন তিন কামরার সাউথ ফেসিং ফ্ল্যাটে তোমার সংসার,
নিচে আড়াইশো স্কোয়ার ফিটের গ্যারেজ, মেটালিক ব্লু লম্বায় সাড়ে চোদ্দ ফুট,
সবটাই তোমার বরের নামে।

আর আমি ই এম আই গুনে চলেছি আমৃত্যু খেয়ে না খেয়ে_

No comments:

Post a Comment