‘তানাজি’ প্রমোশনে অজয় শহরে - Songoti

‘তানাজি’ প্রমোশনে অজয় শহরে

Share This

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ  পরিচালক ওম রাউতের ছবি ‘তানাজি’র নাম ভূমিকায় অভিনয় করছেন অজয়। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন সইফ আলি খান, কাজল, লিউক কেনি, পঙ্কজ ত্রিপাঠী ও শরদ কেলকর। ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘তানাজি’। ‘কচ্চে ধাগে’ ও ‘ওমকারা’র পর আবারও এক ফ্রেমে দেখা যাবে সইফ ও অজয়কে। “সইফের সঙ্গে আবার কাজ করতে ১৩ বছর সময় লেগে গেল। সপ্তদশ


শতাব্দীর শেষদিকে মোঘল সম্রাট ঔরঙ্গজ়েব মহারাষ্ট্রের কন্ধানা পাহাড়ে অবস্থিত দুর্গম সিংহগড় কেল্লাকে তাঁর দক্ষিণাত্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন। দক্ষিণ ভারতে ঔরঙ্গজেবের সাম্রাজ্য বিস্তার রুখতে ছত্রপতি শিবাজী তাঁর সেনাপতি তানাজি মালাসুরের নেতৃত্বে কেল্লা দখল করতে একটি সৈন্যদল পাঠান। ৪ ফেব্রুয়ারী ১৬৭০ সালে মারাঠা ও মোঘল সেনার মধ্যে কেল্লা নিয়ন্ত্রণের লক্ষ্যে এক ঘোরতর যুদ্ধ হয় যা ইতিহাসে সিংহগড়ের যুদ্ধ নামে পরিচিত। মোঘল সৈন্যের নেতৃত্ব দেন ঔরঙ্গজ়েবের বিশ্বস্ত সেনাপতি উদয়ভান রাঠোড়। সিংহগড়ের যুদ্ধ নিয়েই ‘তানাজি’ পরিচালনা করেছেন ওম। এছাড়াও টু ডি ও থ্রি ডি তেও দেখা যাবে এই সিনেমা। 

No comments:

Post a Comment