সাধের ভূমি || চঞ্চল রায় চৌধুরী || সাহিত্যগ্রাফি - Songoti

সাধের ভূমি || চঞ্চল রায় চৌধুরী || সাহিত্যগ্রাফি

Share This

একটু সময় হলে নদীর পাড়ে গিয়ে বসি
অনেকদিন তো হয়নি বসা
আমার বিবেক আর আমি পাশাপাশি ।

এপার থেকে ওইপার যায় না দেখা ভালো
তবু স্থির করি লক্ষ্য সরাসরি
ঝাপসা নয়ন কাটায় প্রবেশ ঘটায় আলো।

একটু সময় হলে ভোরবেলাতে সূর্য ওঠা দেখি
আঁধার কেটে যাওয়া প্রভাত কাছে এলে
নূতন উদ্দীপনায় অরুণ আলোক গায়ে মাখি।

আড়ষ্ট দিন ভুলায় যত স্বপ্ন দেখার নেশা
প্রতিশ্রুতির খুশির আলোয় মেতে
নূতন আশায় এই পরাণে জাগুক নাহয় ভাষা ।

একটু সময় হলে ঘরের বাইরে যদি আসি
গুমোট কালো মেঘ দুহাতে সরিয়ে
এক পা দু'পা হেঁটে আবার পথকে ভালবাসি।

ভালোই হত সচল দুনিয়ার কর্মস্রোতে মিশে
হঠাৎ জীবন থমকে হতাশ হলে
মাটির ধূলায় রাঙিয়ে নিত মাটিকে ভালবেসে।

No comments:

Post a Comment