এক পশলা বৃষ্টি || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

এক পশলা বৃষ্টি || রীতা ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This

একটা সময়ের পর কোন কিছুই ভালো লাগে না
মনে হয় নির্জন কোন নদীর তীরে
ঘোমটা পড়া অলস বিকেলে
তোমার কাঁধে মাথা এলিয়ে
হারিয়ে যাই আপন খেয়ালে ...

দূরে কোথাও শাঁখ বাজলো
পাখির ঝাঁক নীড়ে ফিরলো
নদীর বুকে রক্ত ক্ষরণ
সূর্য গেলো অস্তাচলে ....

দমকা বাতাস বলে গেলো , এবার ঘরে ফেরার পালা .....

No comments:

Post a Comment