আমি অভিশাপ দেবো না
আবেগে জড়াবো না,
শুধু বকেয়া ব্যাথা অন্তরে
গেঁথে রাখবো।
যেখানে জলজ সম্ভাষণ
পাথুরে প্রত্যাখ্যান,
সেখানে মাধ্যাকর্ষণ শক্তি
শিথিল হয়ে যায়।
সেদিনের অশুভ হাতছানি
বৈরাগ্যের নাটকীয়তা,
আসলে তার সবটাই ছিলো
একতরফা জুলুম।
অযাচিত নিমন্ত্রণশালায়
অতিথি নাইবা হলাম,
পাশওয়ার্ড জানা থাকলে
চিতাতেও সঞ্জীবনী মিলবে।
No comments:
Post a Comment