ঐতিহাসিক বাবরি - অযোধ্যা রায় সুপ্রিম কোর্টে - Songoti

ঐতিহাসিক বাবরি - অযোধ্যা রায় সুপ্রিম কোর্টে

Share This

নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ ১৯৯২ এর বাবরি মসজিদের ঐতিহাসিক রায় দান করল শীর্ষ আদালত। ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ী'র মন্তব্যের সমর্থন করল সুপ্রিম কোর্ট। রায় দান শুরু হয় ঘড়ির কাঁটাইয় ১০.৩০ মিনিটে পাঁচ বিচারপতি'র সিদ্ধান্তেই রায় দান। সুপ্রিম কোর্ট জানান, ২.৭৭ একর যে জমি নিয়ে হিন্দু ও ইসলামিক ধর্মীয় মামলা চলছে তাতে দুই পক্ষের ধর্মকে সম্মান করেন শীর্ষ আদালত। তবে আর্কিউলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী এবং সমস্ত দিক বিচার করে শীর্ষ আদালত জানান  ২.৭৭ একর জমি শর্ত সাপেক্ষে হিন্দুদের এবং ইসলাম ধর্মীয় মানুষের জন্য ৫ একর বিকল্প জমি দেওয়া হবে অযোধ্যাতে। ৩ মাসের মধ্যে ২.৭৭ একর জমিতে রামমন্দির তৈরীতে অযোধ্যা একটিভিশন ল্যান্ড গঠন করতে হবে।আর্কিউলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র রিপোর্টকে মান্যতা শীর্ষ আদালতের।।
শীর্ষ আদালতের হিন্দুদের দেওয়া ২টি শর্ত -
১। ৫ একর জমি অযোধ্যার বিশিষ্ট জায়গায় ইসলামীয় ধর্মীদের দিতে হবে।।
২। ৩ মাসের মধ্যেই সরকারী ভাবে অযোধ্যা একটিভিশন ল্যান্ডের কমিটি গঠন করতে হবে।।

No comments:

Post a Comment