পুজো শেষ। কিন্তু উৎসব শেষ নয়। শুক্রবার মেগা কার্নিভাল। এবারের থিম রাঙামাটির বাংলা। কার্নিভালে অংশ নেবে প্রায় আশিটি পুজো কমিটি। এবার কার্নিভালে থাকবেন রাজ্যপাল। রাজ্য সরকারের মেগা কার্নিভালের জন্য তৈরি হচ্ছে রেড রোড। কার্নিভালের জন্য বন্ধ রেড রোড। বৃহস্পতিবার রাত ১২টার পর রেড রোডে যান চলাচল বন্ধ। ঘুরিয়ে দেওয়া হবে বাসের রুটও। খোলা থাকবে এজেসি বোস রোড, নিউ রোডে। ডাফরিন রোড, লার্ভাস রোডেও যান নিয়ন্ত্রণ হবে। কাল দুপুর ২টো থেকে বন্ধ খিদিরপুর রোড। কার্নিভালের দর্শকদের এজেসি বোস রোড ব্যবহারের পরামর্শ। চৌরঙ্গী রোড,আউটট্রাম রোড দিয়েও আসার পরামর্শ। মেয়ো রোড, আরআর অ্যাভিনিউ ব্যবহারের পরামর্শ পুলিশের। কার্নিভ্যালের গাড়ি গুলিকে রাখা হবে পলাশী গেট রোডে। দক্ষিণ বাংলার প্রচীন ঐতিহ্য টেরাকোটা মন্দিরের আদলে তৈরি হয়েছে মঞ্চ। ঠাকুর দালানে বসে কার্নিভাল উপভোগ। কলকাতা ও শহরতলির বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপ্ত প্রায় ৮০টি পুজো কার্নিভালে অংশ নেবে। প্রত্যেক পুজো কমিটি ২-৩টি ট্যাবলো রাখতে পারবে। সর্বাধিক ৫০ জন সদস্য আনতে পারবে এক একেকটি পুজো কমিটি। রেড রোডের দু'ধারে চন্দননগরের আলোয় তুলে ধরা হবে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প। ৮৪ ফিট/২৪ ফিটের দু'টি মঞ্চ। পনেরো হাজার আসনের ব্যবস্থা। রাজ্যপালের জন্য থাকছে আলাদা মঞ্চ। প্রায় চার হাজার আসন থাকবে ভিভিআইপিদের জন্য। প্রচুর বিদেশি পর্যটককে আমন্ত্রণ জানান হয়েছে। তাঁদের জন্য রয়েছে আলাদা গ্যালারিও। কার্নিভালের সূচনা করবে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স। বাইকে কসরত দেখাবেন টর্নেডোর পঁয়তাল্লিশ জন সদস্য।
খবরের সৌজন্য ঃ নিউজ এইটিন বাংলা
No comments:
Post a Comment