১০ই অক্টোবর, ২০১৯: দক্ষিণ কলকাতার দুর্গাপুজাগুলির মধ্যে অন্যতম বিশেষ আকর্ষণের কেন্দ্র হল বালিগঞ্জ ফাঁড়ি এলাকার ২১ পল্লীর পুজো। এবছর তারা ৭৩-এ পা দিল। প্রাক বিসর্জন লগ্নে বাঙালী সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক “সিঁদুরখেলায়” সামিল হলেন টলিউড এর তারকারা। উপস্থিত ছিলেন পল্লবী চ্যাটার্জ্জী, পূজারিনী ঘোষ, পায়েল মুখার্জ্জী, সুচন্দ্রা বানিয়া, সোনালী চৌধুরী ও ফালাক রশিদ রায় সহ আরও অনেক তারকা।
দুর্গাপুজার শেষলগ্নে প্রতিমার বিদায়বেলায় প্রতিমা বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠে আপামর বাঙালী। প্রেক্ষাপটে সবার মনে একই নিবেদন ‘আবার এসো মা’।
ফেম ফ্যাশন অ্যান্ড ক্রিয়েটিভ এক্সেলেন্স (FFACE) এর তরুণ সদস্যদের উপস্থিতিতে নতুন মাত্রা যোগ হল ২১ পল্লীর এই সিঁদুরখেলায়। ডিজে আকাশের পরিচালনায় ছন্দময় সাঙ্গীতিক আবহে, নাচের ছন্দে আনন্দমুখর হয়ে উঠল ২১ পল্লীর পুজাপ্রাঙ্গন।
No comments:
Post a Comment