বিশ্বজিৎ, কলকাতাঃ ভারতবর্ষের এক নম্বর স্মার্টফোন ও স্মার্টটিভি ব্র্যান্ড শাওমি আজ কলকাতায় প্রকাশ করলেন এক আকর্ষণীয় ও চমকদারি পুজোর ভিডিও 'পুজোর গান'। এবং এই চমৎকার গানটি গেয়েছেন রক ব্যান্ড ফসিল ও গায়ক রূপম ইসলাম। গানটি এমনভাবে গাওয়া হয়েছে যে আপনি মণ্ডপে প্রবেশ করে দেবী দূর্গা দর্শন করার সময়ে গানটি আপনার কানে বেজে উঠবে এবং আপনাকে এই গানের সুর ও ছন্দে বেঁধেও ফেলতে পারে। এই গানে পাওয়া যাবে পুজোর বিশুদ্ধ মেজাজের প্রতিফলন। যা গানটি একসুরে বেঁধে দেবে পুজোকে ঘিরে থাকা নানান স্মৃতিকে। গানটি পরিচালনা ও রেকর্ড করেছেন ফসিল ব্যান্ডের গায়ক রূপম ইসলাম নিজে। ও ছন্দ দিয়েছেন তিনি। এবং রূপম ইসলামের গানটি রিলিজ করা হয়েছে সেপ্টেম্বরে। পুজোর থিম ও গানকে কেন্দ্র করে তাঁদের রেকর্ড করা ভিডিও ও ছবি পাঠানোর জন্য এম আই ফ্যানেদের কাছে অনুরোধ জানিয়েছিলেন শাওমি। সেই সঙ্গে একই অনুরোধ জানিয়েছিলেন রূপম। এবং ভিডিও ও ছবির সেরা অংশ বাছাই করে পুজোর গানের চূড়ান্ত ভিডিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং ভিডিও প্রকাশ করা হয়েছে মহালয়ার সকালে। শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অঞ্জুশর্মা বলেন 'বিপুল উৎসাহ, উদ্দীপনা, উদ্যমের সঙ্গে কলকাতায় দূর্গাপুজোর আয়োজন করা হয়। তাই গান হল পুজোর মূল অঙ্গ। তাই এই গানই মানুষকে কাছে টানবে দেবীদূর্গাকে দর্শন করার জন্য।
No comments:
Post a Comment