আজ শুধু নির্বাক || সুজিত কুমার পাল || সাহিত্যগ্রাফি - Songoti

আজ শুধু নির্বাক || সুজিত কুমার পাল || সাহিত্যগ্রাফি

Share This
এক চিলতে রোদ্দুর চেয়েছিল।
দিয়েছো এক আকাশ অবজ্ঞার অন্ধকার।
ছুঁড়ে দিয়েছো লোক চক্ষুর অন্তরালে।
এখন মানুষের মতো অবহেলিত স্কেচ।
এক একটা ভাষাহীন জীবন্ত জিজ্ঞাসা।
সভ্যতার রথ চক্রে পিষে দিয়েছো সবুজ স্বপ্ন।
ঠেলে দিয়েছো দুর্ভাগ্যের নিরেট অন্ধকারে।
রাংতায় মুড়ে নিয়েছো নিজেদের।
বানিয়েছো সৌভাগ্যের দুরন্ত সৌধ।
ক্ষুধা বৃক্ষের নিচে যারা প্রাণ ভরে পায় না নিশ্বাস।
তোমার কলম খোঁজেনি তার ইতিহাস।
নিরেট অন্ধকারে যুদ্ধে ক্লান্ত যারা,
দাবানলে দহন করেছো সে বৃক্ষ সব।
পদে পদে শুধু জটিল বাঁক।
সভ্যতার চক্রব্যুহে আজ শুধু   নির্বাক

No comments:

Post a Comment