
বিশ্বজিৎ দাস, কলকাতাঃ পুজোর মরশুমে বাজারে আসলো জাতীয় স্বীকৃতি প্রাপ্ত বিউটি'জ স্পা। সাধারণ থেকে অতিথিবৃন্দ কিংবা যারা সদ্য বিবাহিত জীবনে পা দিয়েছে তারাও এই সময়া স্পা ব্যবহার করেছেন। এই স্পা চিকিৎসাবিদ্যা ও আয়ুর্বেদে প্রবল ভাবে সাড়া ফেলায় আরো দামী পণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে ক্রেতাদের কাছে। যা ত্বক সতেজ, সুন্দর ও মোলায়েম রাখবে। এই স্পা দুর্বল পেশী কে মজবুত করে তুলবে। মাসলের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে। এবং যা কিনা স্বাস্থ্যকে নানারকম সুবিধা ও দেবে সময়া স্পা। শুধুমাত্র এই মাসেই পুজোর জন্য বিশেষ ছাড় দিতে চলেছে বিউটি'জ স্পা এবং শহরে রাজকুটির শাখাতেও পাওয়া যাবে এই বিশেষ ছাড়।।
No comments:
Post a Comment